উত্তর ২৪ পরগনা : খুব বেশি দিন আর বাকি নেই, আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই উপনির্বাচনের আগে ইতিমধ্যে হাড়োয়ায় পাঁচ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে।
নির্বাচনের সময় কুইক রেসপন্স টিম (কিউআরটি) ফোর্স হিসাবে আরও এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে। যে পাঁচ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে হাড়োয়া থানায় চলে এসেছে সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে হাড়োয়ার বিভিন্ন জায়গায় রীতিমতো ক্যাম্প করে নাকা চেকিং চালানো হচ্ছে।
হাড়োয়ার বিদ্যাধরী সেতু, মোটা আইল, শংকরপুর-সহ বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিনে-রাতে চলছে নাকা চেকিং। সারাক্ষণই ছোট-বড় সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চেকিং চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। পাশাপাশি গাড়িচালকের ও গাড়ি যাত্রীদের পরিচয় পত্র খতিয়ে দেখছেন তারা। নির্বাচনের আগে নিরাপত্তা সুনিশ্চিত ও কঠোর করতে একেবারেই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় বাহিনী।