বিবর্ণ ফুটবল বলতে যা বোঝায়, তাই খেলল আর্সেনাল। নিউ ক্যাসল ইউনাইটেডের কাছে হার মানল তারা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের নিউ ক্যাসল ১-০ গোলে হারিয়ে দিল আর্সেনালকে।
পুরো ম্যাচে আর্সেনাল লক্ষ্যে শট নিয়েছে মাত্র একবার। ম্যাচের শুরুতে আলেকসান্দার ইসাকের গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। চলতি মরশুমে প্রথম সাত রাউন্ডে অপরাজিত ছিল আর্সেনাল। পরের তিনটি ম্যাচের মধ্যে হার মানল দুটিতে। আর সেই দুটিই অ্যাওয়ে ম্যাচে। এর মধ্যেই ঘরের মাঠে আর্সেনাল পয়েন্ট হারায় লিভারপুলের বিরুদ্ধে। ২০২২ সালের মে মাসের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল আর্সেনাল।
গত মরশুমেও নিউ ক্যাসলের ঘরের মাঠে একই ব্যবধানে হেরেছিল আর্সেনাল। এবারও তারই অ্যাকশন রিপ্লে ঘটল। এদিন দ্বাদশ মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ডান দিক থেকে অ্যান্থনি গর্ডনের সেন্টার থেকে হেডে গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। নির্ধারিত ৯০ মিনিটে সেভাবে নিউ ক্যাসলের গোলমুখ খুলতে পারেনি আর্সেনাল। অ্যাডেড টাইমে সুযোগ এলে গিয়েছিল। বুকায়ো সাকার ক্রস থেকে কাজের কাজটি করতে পারেননি ডেকলাই রাইস।
১০ ম্যাচে ৫টিতে জয় ও ৩টিতে ড্রয়ের মাধ্যমে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। সম সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে নিউ ক্যাসল।