তৃতীয় টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১৭১। ১৪৩ রানে এগিয়ে। হাতে মাত্র এক উইকেট। প্রথম দিনের শেষে চাপে পড়ে যাওয়া দলকে ম্যাচে ফেরালেন স্পিনাররা। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন জুটিতে জয়ের হাতছানি ভারতের সামনে। পরিস্থিতি যা তাতে তিনদিনও খেলা গড়াবে না। কোনও অঘটন না ঘটলে আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তৃতীয় টেস্ট। শনিবার ওয়াংখেড়েতে মোট ১৫ উইকেট পড়ে। আবার বাজিমাত স্পিনারদের। ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। কিউয়িদের দ্বিতীয় ইনিংসে ন’টার মধ্যে আট উইকেট ভারতীয় স্পিনারদের দখলে। ভারতীয়দের ব্যাটিং বিপর্যয়ের পর আরও একবার রোহিতদের ম্যাচে ফেরালেন জাদেজা, অশ্বিন। প্রথম দুই টেস্টের মতো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং না করলে, টিম ইন্ডিয়ার মুম্বই টেস্ট জয় সময়ের অপেক্ষা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ২২ গজে বল ঘুরছে। অসমান বাউন্সও আছে। যত সময় গড়াচ্ছে, ততই ব্যাট করা কঠিন হচ্ছে। স্পিনিং ট্র্যাকে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করা কতটা কঠিন সেটা আদতে এদিন টের পেলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে একমাত্র উইল ইয়ং ছাড়া কেউ রান পায়নি। ১০০ বলে ৫১ করে আউট হন। ইনিংসে ছিল ১টি ছয়, ২টি চার। মুম্বইয়ে দুই ইনিংসেই অর্ধশতরান পান কিউয়ি ব্যাটার। বাকিরা এলেন এবং গেলেন। জাদেজা, অশ্বিনের সামনে অসহায় আত্মসমর্পণ। দ্বিতীয় ইনিংসে মাত্র চারজন বোলারকে দিয়ে বল করান রোহিত। ৪ উইকেট তুলে নেন জাদেজা। ৩ উইকেট অশ্বিনের। একটি করে উইকেটে নেন ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ।
প্রথমে ব্যাট করে ২৩৫ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৮৬। দিনের শেষ ১৫ মিনিটে মাত্র ৮ রানে ৩ উইকেট হারায় ভারত। শেষ ওভারে রান আউট হন বিরাট কোহলি। আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই শনিবার সকালে কিছুটা ব্যাকফুটে শুরু করে টিম ইন্ডিয়া। সতর্কতা অবলম্বনে ব্যাট করেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। দলকে ম্যাচে ফেরায়। দু’জনেই অর্ধশতরান করেন। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া হয় গিলের। ১৪৬ বলে ৯০ রানে আউট হন। অন্যদিকে ৫৯ বলে ৬০ রানে ফেরেন পন্থ। এই জুটি ভাঙতেই আবার বিপাকে পড়ে ভারতীয় দল। ব্যর্থ লোয়ার অর্ডার। আট নম্বরে নেমে রান পাননি সরফরাজ খান। মাত্র চার বল টেনেন। শূন্যতে ফেরেন। ব্যাট হাতে ব্যর্থ জাদেজা-অশ্বিন জুটি। শুভমন, পন্থ আউট হতেই ভারতের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। নিউজিল্যান্ডকে অল্প রানে আউট করায় প্রথম ইনিংসের শেষে বড় রানে এগিয়ে যেতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু মাত্র ২৮ রানের লিড নেয়। ২৬৩ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। বেঙ্গালুরু, পুনের মতো অশনি সংকেত দেখা গিয়েছিল। কিন্তু ভারতকে ম্যাচে রাখল জাদেজা-অশ্বিনের স্পিন জুটি।