কলকাতা : আপনা ভারত, জাগতা বাংলা – নতুন কর্মসূচি। রাজভবনে এর সূচনা হল। শুক্রবার রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস এর উদ্যোগে একমাসব্যাপী ওই কর্মসূচির সূচনা করেন।
মহিলাদের আত্মরক্ষার জন্য অভয়া’ র পরিপ্রেক্ষিতেই এই অভিনব ভাবনা। এছাড়াও রয়েছে একাধিক পরিকল্পনা। প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, বর্তমান রাজ্যপাল দায়িত্বভার গ্রহণের পর এ রাজ্যে তাঁর কর্মকান্ড গতমাসের ২৩ তারিখে দুই বছর পূর্ণ হয়েছে। এরপর সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই এই প্রচেষ্টা। জাতীয় স্তরে গর্বিত অনুভবের সঙ্গে এগিয়ে বাংলা যৌথ প্রয়াসকে সামনে রেখেই মূল ভাবনা রাজ্যপালের। বৈচিত্র্যপূর্ণ সামাজিক সময় উপযোগী নানান পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ রাজ্যের বিভিন্ন প্রান্তেও তা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে রাজভবন। বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে – মানব পাচার ও মাদক পাচার বিরোধী আন্দোলন। মহিলা সুরক্ষা ও সশক্তিকরণের পাশাপাশি শিশুদের নিরাপত্তা, যুব প্রজন্মের যোগদান এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক আদানপ্রদানের পরিপ্রেক্ষিতেই এই কার্যক্রম। মূল উদ্দেশ্য, সমাজের দুর্বল অংশের সার্বিক কল্যাণ। এর মাধ্যমেই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্রতী রাজ্যপাল।
৭ দফা কর্মসূচির মধ্যেই রয়েছে – রাজভবন থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে, অভিযোগ মিলতেই ২৩ টি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই সরেজমিন পরিদর্শনও করেছেন। দুয়ারে রাজ্যপাল, শিক্ষাঙ্গনে রাজ্যপাল, জন কি বাত, রাজ্যপালের গোল্ডেন গ্রুপ, বৃত্তি প্রদান রাজ্যপালের, সম্মান প্রকল্প ও সর্বোপরি অভয়া প্লাস কর্মসূচি।