কলকাতা : সংশোধিত ও নতুন সচিত্র ভোটার তালিকার খসড়া ৬ জানুয়ারি ২০২৫ সরকারিভাবে ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের কথা জাতীয় নির্বাচন কমিশনের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জরুরি ভিত্তিতে বার্তা পৌঁছে দিয়ে সবিস্তারে জানানো হয়েছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে , একমাত্র ব্যতিক্রম হরিয়ানা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই নির্দেশের বাইরে রয়েছে।
নির্বাচন সদন থেকে প্রধান সচিব অজয় কুমার স্বাক্ষরিত ১৭ পাতার নির্দেশনামাটি ইতিমধ্যেই পৌঁছেছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সেইসঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। এরপর তা রূপায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ যেন বিলম্ব না ঘটে।
নির্বাচন কমিশনের তরফেও আগাম জানানো হয়েছে, চলতি মাসের ২৫ অক্টোবরের আগে এই কাজ সম্পূর্ণ করতে নির্দেশ। উল্লেখ্য, জাতীয় ভোটার দিবস ২০২৫ এর ২৫ জানুয়ারি। ওইদিন বিশেষ করে নতুন ভোটারদের ১৮-১৯ বছর বয়সীদের হাতে নথিভুক্তির পর সচিত্র ভোটার পরিচয় পত্র তুলে দেওয়া হয়ে থাকে বিশেষ দিনটি স্মরণ করে। প্রসঙ্গত এই মুহূর্তে নতুন ও খসড়া ভোটার তালিকা তৈরির কাজ চলছে দ্রুতগতিতে।
মনে রাখা দরকার, ২৯ অক্টোবর শুরু হয়েছে এই কর্মকান্ড। আগামী ২৮ নভেম্বর তা শেষ হবে। এই সময় সীমার মধ্যেই নাম নথিভুক্তি বা আপডেটের কাজ চলাকালীন তথ্য বিয়োজনের কাজ ও চলবে। এদিকে, যে কোনও রকম দাবি পূরণ ও অভিযোগ লিপিবদ্ধ করার মেয়াদ ২৪ ডিসেম্বর শেষ হচ্ছে। চূড়ান্ত খসড়া নতুন ভোটার তালিকা আগামী ৬ জানুয়ারি প্রকাশিত হবে।