কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বস্তিতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে। ওই এলাকার একটি ঝুপড়িতে স্কুটির ব্যাটারিতে চার্জ দেওয়ার সময়ে সেটি ফেটে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। এক স্থানীয় যুবক এই ঘটনায় আহত হয়েছেন। তাঁর নাম রানা নস্কর (২২)।
অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।