পুণে টেস্টে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত

পুনে : ২০১২ সাল থেকে ভারতের মাটিতে কোনও দেশ টেস্ট সিরিজ জিততে পারেনি। সেই রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড ১২ বছর পর। এর আগে ভারতের মাটিতে শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৩ সাল থেকে নিজেদের ঘরের মাঠে মোট ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যেখানে ৪২টি জয়, ৫টি হার ও ৭টি টেস্ট ড্র করেছে তারা।

শনিবার তৃতীয় দিনে ২৫৫ রানে অলআউট হয় কিউইরা। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫৮। আর তাতেই ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। এই রানের জবাব দিতে গিয়ে ভারত ২৪৫ রানে অলআউট হয়ে যায়। ভারত হারে ১১৩ রানে।

কিউইদের হয়ে স্যান্টনার নিয়েছেন ৬ উইকেট। আগের ইনিংসেও তিনি নিয়েছেন ৭ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =