কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নেওয়া ভারতের লিডারশিপ গ্রুপের মাস্টারস্ট্রোক। তাতেই বাজিমাত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন ওয়াশিংটন। ৫৯ রানে তুলে নেন ৭ উইকেট। টেস্ট তাঁর সেরা পারফরম্যান্স। মাত্র পঞ্চম টেস্টে ছুঁয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয়, তথা শেষ সেশনে ভারতীয় অফ স্পিনারের বোলিংয়েই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস। চায়ের বিরতিতে তাঁর সংগ্রহ ছিল ২ উইকেট। শেষ সেশনে একাই পাঁচ উইকেট তুলে নেন। মাত্র ৫৯ রানে শেষ ৫ উইকেট হারায় কিউয়িরা। ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র ছাড়া কেউই দাঁড়াতে পারেনি। ২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১৬। ফিরে গিয়েছেন রোহিত শর্মা। শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক। সাউদির বলে বোল্ড হন।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড। যদিও বেঙ্গালুরুর পর পুনেতেও রানের খরা কিউয়ি অধিনায়কের। ১৫ রানে আউট হন। রান পাননি উইল ইয়ংও (১৮)। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র জুটি। দু’জনই অর্ধশতরান করেন। ৭৬ রানে আউট হন কনওয়ে। ৬৫ রান করেন রচিন। বাকি কোনও ব্যাটার দাঁড়াতেই পারেনি। ভারতের দুই স্পিনারের ভেল্কিতে কুপোকাত কিউয়িরা। ৭ উইকেট ওয়াশিংটনের। ৩ উইকেট নেন অশ্বিন। এক ইনিংসে এই প্রথম দশটি উইকেটই ভারতীয় অফ স্পিনারদের দখলে। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ১ রানে প্রথম উইকেট হারায়। আবার ব্যর্থ রোহিত শর্মা। সাউদির বলে শূন্য রানে বোল্ড হন। ক্রিজে রয়েছেন যশস্বী জয়েসওয়াল (৬) এবং শুভমন গিল (১০)। পুনেতেই প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন রোহিতরা।