কলকাতা নাইট রাইডার্স আজ পর্যন্ত মাত্র দুবার শিরোপা পেয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে যথাক্রমে ২০১২ এবং ২০১৪ সালে। এছাড়া গত মরশুমে চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনাল হেরে রানার্স। এই তিন মরশুম বাদ দিলে তেমন সাফল্য কোথায়? কেন সাফল্য আসেনি বা আসছে না, সে কারণ-ই কি কার্যত ইঙ্গিত করলেন প্রাক্তন নাইট অশোক দিন্দা?
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নৈছনপুর এক্সপ্রেস। সেখানে কেকেআরের জার্সিতে নিজের একটি ছবি দেন। একইসঙ্গে লিখেছেন, “বিদায় কেকেআর ২০২২। পরবর্তী ২০২৩ মরশুমের জন্য শুভেচ্ছা রইল। আশা করি, বাংলার বেশ কিছু ক্রিকেটারকে পরের মরশুমে দেখতে পাব।”
এই মন্তব্যেই সৃষ্টি হয়েছে জল্পনার। বাংলার ছেলেদের না খেলালে কলকাতা নাইট রাইডার্সের উন্নতি করা কখনওই সম্ভব নয়। তাহলে কি এ কথাই ঘুরিয়ে বলতে চাইলেন ময়নার বিজেপি বিধায়ক তথা বাংলার স্পিডস্টার? বিতর্ক আরওই বেড়ে যাচ্ছে পোস্টের ছবিটির কারণে। কলকাতার চলতি মরশুমের ব্যর্থতা নিয়ে যখন পোস্ট, তাহলে তো এ বছরেরই কোনও ছবি দেওয়া উচিত ছিল। ২০০৯ আইপিএলে কলকাতার জার্সি গায়ে নিজের বোলিংয়ের ছবি কেন দিয়েছেন দিন্দা?
বলাই বাহুল্য, দিন্দার এই পোস্টের কমেন্ট সেকশন দ্বিধাবিভক্ত। একদল যথারীতি চিরাচরিত নিয়ম বিদ্রূপে ভরিয়ে দিয়েছেন তাঁকে। অন্যদিকে বাংলা ক্রিকেটের সমর্থকেরা দিন্দার সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের-ও দাবি, বাংলার ছেলেদের খেলালে তবেই এগোবে কেকেআর।