নিজাম প্যালেস থেকে সোজা এসএসকেএম-এ অনুব্রত

কলকতা: যখন নিজাম প্যালেসে সিবিআই দফতরে ঢুকছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তখন বুকের বাঁ দিকে হাত ছিল তাঁর। একহাত ছিল দেহরক্ষীর কাঁধে। প্রায় ঘণ্টা চার পর বের হওয়ার পর দেখা গেল গাড়িতে উঠেই ইনেহলার নিচ্ছেন তিনি। তারপরই তাঁর গাড়ি চলে যায় এসএসকেএম হাসপাতালের দিকে।

বৃহস্পতিবার সকাল  ৯টা ৫০ এ গরু পাচার মামলায় সিবিআই-এর প্রশ্নের উত্তর দিতে নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়ি (Anubrata Mondal)। দুপুর ১ টা ৫৫ মিনিট নাগাদ তিনি বের হন। এরপর তাঁর গাড়ি যায় এসএসকেএম-এ। সূত্রের খবর, এদিন তাঁর এসএসকেএম হাসপাতালে রুটিন চেকআপ রয়েছে।

জানা গিয়েছে, অনুব্রত এদিন সিবিআই দফতরে পৌঁছে জানিয়েছেন, দুপুর ২ টোয় তাঁর এসএসকেএম হাসপাতালে তাঁর অ্যাপয়ন্টমেন্ট রয়েছে। তাই ২ টো বাজতে ১০ মিনিট আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে সিবিআই সূত্র জানাচ্ছে, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি। তাঁকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। তাই তাঁকে আবার ডাকা হবে।

এর আগে নিজামে আসার পথেই এসএসকেএমে ইউটার্ন করে ঢুকে গিয়েছিল অনুব্রতর গাড়ি। বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হাজিরা শেষে নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায়, গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরা দিতে চেয়ে চিঠি দিয়েছেন অনুব্রত মণ্ডল।

গত মাসে চিঠি দিয়ে অনুব্রত ২১ মে পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন সিবিআইয়ের কাছে। তিনি জানিয়েছিলেন চিকিত্‍সকদের পরামর্শ মেনে তাঁকে চলতে হচ্ছে। সেই সময়সীমা পার হওয়ার আগে নিজে থেকেই কেষ্ট মণ্ডল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। এদিন তাঁকে জেরা করেন গোয়েন্দারা।

এদিন এসএসকেএমে পৌঁছে প্রথমে জরুরি বিভাগের সামনে যান কেষ্ট মণ্ডল। তারপর সেখান থেকে তাঁকে পাঠানো হয় উডবার্ন ওয়ার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 2 =