বেঙ্গালুরু : প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে লড়ছে ভারত। তৃতীয় দিনের শেষ পর্যন্ত লড়াই করলেন বিরাট কোহলি ও সরফরাজ খান। দুজনের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রোহিত শর্মার ভারত । কিন্তু হঠাৎই ইন্দ্রপতন। দিনের শেষে ৭০ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অপরাজিত রয়েছেন সরফরাজ খান। টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি, কিন্তু সেঞ্চুরি এল না তাঁর ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনিং ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ৭২ রান ওঠে। ৩৫ রান করে ফিরে যান যশস্বী। ৯৫ রানের মাথায় রোহিত হাফসেঞ্চুরি করে ফিরে যান।
এদিকে নিউজিল্যান্ড-এর ৩৫৬ রানের লিড। চারশোর উপর রান তুলে ফেলল নিউজিল্যান্ড এবং তার সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র-র। ১৩৪ রানের ইনিংস খেললেন তিনি। আর ইনিংসের শেষ দিকে টিম সাউদির দুরন্ত ব্যাটিং, ৬৫ বলে ৭৩ রান নিউজিল্যান্ডকে নিয়ে যায় ৪০২ রানে। উল্লেখ্য, ভারত এখনও পিছিয়ে আছে ১২৫ রানে।