ধর্মতলায় ধর্না মঞ্চে গণস্বাক্ষর অভিযান চলছে, সাড়াও মিলেছে ভালোই

কলকাতা : “বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ”- এই দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহের অভিযানে জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি। উদ্দেশ্য, আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি–র রহস্যমৃত্যুর ঘটনার দ্রুত কিনারা ও প্রকৃত সত্য উদ্ঘাটিত করা। দুই মাসেরও অধিক সময় ধরে মূল দাবিতে সরব। এর পরিপ্রেক্ষিতে এই জুনিয়র চিকিৎসকেরা বৃহস্পতিবার গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও গতকাল রাতে জেনারেল বডি–র বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এরপর ধর্মতলায় ধর্না মঞ্চে বৃহস্পতিবার সূচনা হয়েছে। বেশ ভালো রকমের সাড়াও মিলেছে। এরপর তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে, দশ দফা দাবিতে তাদের অনশন কর্মসূচি দ্বাদশ দিনে পড়েছে।

উল্লেখ্য, সাতজন চিকিৎসক প্রথমে অনশন কর্মসূচিতে যোগদান করেন। এর মধ্যেই চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যেই তিনজন একটানা অনশনে রয়েছেন অন্যদিকে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও সরে আসছেন না তাদের কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =