বহরমপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী, আততায়ীদের খুঁজছে পুলিশ

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের বহরমপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পর পর সাতটি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই তৃণমূল কর্মীর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম – প্রদীপ দত্ত। তিনি নাথপাড়া এলাকার বাসিন্দা।

বহরমপুরের রাধার ঘাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বুধবার সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণের পর বাড়ি ফেরার পথে আচমকাই ওই তৃণমূল কর্মীর পথ আটকায় দুষ্কৃতীরা। কোনও কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পর পর সাতটি গুলি চালিয়ে এলাকা ছাড়ে আততায়ীরা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। প্রদীপ দত্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এ প্রসঙ্গে বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, “বাইকে করে এসে দু’জন দুষ্কৃতী গুলি চালিয়েছে। আমরা আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছি। কী কারণে এই খুন তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =