আবারও কটাক্ষের মুখে সৌরভ

শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তায় এখন ভরছে সকলের ইনবক্স। বিজয়া দশমীর পর থেকেই শুরু আরও একটা বছরের অপেক্ষা। আর মাঝের এই সময়টা সকলের যেন ভাল কাটে, সেই কামনাই প্রত্যেকে করে থাকেন। তালিকা থেকে বাদ পড়েন না সেলেবরাও। তাই তাঁরাও অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। দশমীর দিন মাতৃপ্রতিমা প্রণাম করে শুভেচ্ছা জানাতে তাই ভুললেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। হাত জোড় করে বললেন, ‘সবাইকে শুভ বিজয়া। মা দুর্গার বিসর্জন হয়েছে দশমীতে। মা ছেড়ে চলে গিয়েছেন। তাই সমস্ত বাঙালিকে আমার তরফ থেকে বিজয়ার অনেক শুভেচ্ছা। সারা বছর ভাল কাটুক, অনেক প্রণাম।’

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। যেখানে মাতৃপ্রতিমাকে প্রণাম করছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আসছে বছর আবার এস মা’। তাঁর এই পোস্ট দেখা মাত্র আবারও নেটপাড়ায় শোরগোল। ট্রোলের বন্যা বয়ে গেল মহারাজরা কমেন্ট বক্সে। দুর্গা পুজোর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত সৌরভ। আরজি কর কাণ্ড নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করায় হয়ে হয়েছিল তাঁকে কটাক্ষের শিকার।

ধর্ষণকে এক ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল সৌরভকে। সেই ঘোর যেন কাটছেই না। ফলে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো পোস্টও তাই আক্রমণের মুখে। কু’কথায় ভরছে ইনবক্স। যদিও এই প্রসঙ্গে অতীতেই সৌরভ যা বলার তা বলেছিলেন। চেয়ে নিয়েছিলেন ক্ষমাও। বুঝিয়ে বলেছিলেন, তিনি ঠিক কী জানাতে চেয়েছিলেন। বর্তমানে উৎসব মরসুম চললেও মোটেও দমে নেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ফলে সৌরভের পোস্ট দেখা মাত্রই রে-রে করে উঠল একশ্রেণি। কড়া ভাষায় আক্রমণও করলেন সৌরভকে। যদিও সৌরভ কখনই কটাক্ষকে খুব বেশি গুরুত্ব দেননি। তাই এবারও তিনি চুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 3 =