অনশনরত চিকিৎসকদের সমর্থনে প্রতীকী অনশন মালদা আইএমএ-র চিকিৎসকদের

মালদা  : কলকাতায় অনশনরত চিকিৎসকদের সমর্থনে এবার প্রতীকী অনশনে বসল আইএমএ-র মালদা শাখা। রবিবার বেলা বারোটা থেকে আইএমএ ভবনে প্রতীকী অনশনে বসেন চিকিৎসকরা।

এই প্রসঙ্গে আইএমএ মালদা শাখার সদস্য ডাঃ সায়ন্তন গুপ্ত বলেন, “কলকাতার রাজপথে চিকিৎসকরা আমরণ অনশনে বসেছেন। তিনজনকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। তাঁদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আমাদের এই ১২ ঘণ্টার অনশন কর্মসূচি। আমরা আইএমএ ভবনের নিচে এই কর্মসূচি পালন করছি। অনেকেই মেডিকেল কলেজে অন ডিউটিতে আছেন। তাঁদের ডিউটি শেষ হলে তাঁরাও এখানে এসে আমাদের সঙ্গে যোগদান করবেন।

সোমবার এবং মঙ্গলবার সমস্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। সেই সময়ে রোগীদের যাতে সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে আমরা আইএমএ ভবনে সকাল ১০টা থেকে বেলা দুটো পর্যন্ত অভয়া ক্লিনিকের আয়োজন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =