জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি

খান্ডওয়া : রবিবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা জাতীয় কিশোর কুমার সম্মান অনুষ্ঠান এবং সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টা থেকে খান্ডওয়ার পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এখানেই বিখ্যাত চিত্রনাট্যকার এবং পরিচালক রাজকুমার হিরানিকে জাতীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হবে।

উল্লেখ্য, মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের জন্য সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি।

মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা রাজকুমার হিরানিকে চিত্রনাট্যকার হিসেবে রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে অমিতাভ বচ্চন, মনোজ কুমার, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, ওয়াহিদা রহমানের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =