শারীরিক অবস্থার অবনতি, ১০ কেজি ওজন কমেছে ডাঃ অনিকেত মাহাতোর

কলকাতা : আর জি কর ইস্যুতে অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবনতি হচ্ছে। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ডাঃ অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোর শরীরের ওজন প্রায় ১০ কেজি কমেছে।

এছাড়াও আরও ৬ জন অনশনরত চিকিৎসকের মধ্যেও নানা শারীরিক ছোটখাটো উপসর্গ ধরা পড়েছে। তৃষ্ণা মেটাতে জল ছাড়া আর কিছুই স্পর্শ করেননি তাদের সকলেই। মাথা ধরে রয়েছে কারও। খালি পেটে দীর্ঘ সময় থাকায় গ্যাস তৈরি হচ্ছে। গ্যাসট্রিক-এর নানা সমস্যাও ধরা পড়েছে।

অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বৃহস্পতিবার থেকে। বিকেল পাঁচটা নাগাদও স্থিতিশীল ছিলেন অনিকেত। এরপর তা অবনতির দিকে যায়। সব মিলিয়ে প্রায় ১০ কেজি ওজন কমেছে। উল্লেখ্য, গতরাতেই আর জি কর হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনিকেতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =