প্রতিবাদী পোস্টার গলায় ঝুলিয়ে পুজো মন্ডপে ডাঃ সুভাষ সরকার

বাঁকুড়া : শারদীয়ার শুরুতেই অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বুধবার মহাষষ্ঠীর সকালেই কর্মী সমর্থকদের নিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মন্ডপে মন্ডপে ঘুরলেন।

উৎসবেও আছি প্রতিবাদেও আছি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিজেপির এই নেতা তথা প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখে দ‍র্শনার্থীরাও হকচকিয়ে যান। সুভাষ বাবু বলেন, এবারের পুজো একটা ব্যতিক্রমী পুজো।

বাংলায় উৎসবের মুখেই আর জি কর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়াকে খুন করা হয়েছে। এই নৃশংস খুনে জড়িতদের বিচার চেয়ে উত্তাল সারা দেশ। তারপরেই গত কয়েকদিন আগে কুলতলির ঘটনা। রাজ্য জুড়ে ধর্ষণ ও খুনের প্রতিবাদ এর ছোঁয়া লেগেছে উৎসবেও। এই প্রতিবাদ চলবে যতদিন পর্যন্ত না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 19 =