বদলার মঞ্চে রান রেটে নজর স্মৃতিদের

মহিলাদের টি-২০ বিশ্বকাপ অভিযানের শুরুতেই জোর ঝটকা খেয়েছে ভারত। ৫৮ রানে নিউজিল্যান্ডের কাছে সেই পরাজয়ে প্রবল চাপে গোটা শিবির। মর্যাদার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালেও নেট রান রেটে এখনও মাইনাসে টিম ইন্ডিয়া। সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জেতা তাই জরুরি। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়েছে। গ্রুপ এ’তে ভারতের শেষ ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ চারে জায়গা পাকা করতে সেই লড়াই জিততেই হবে। অর্থাৎ, এখন প্রতিটি ম্যাচই মরণ-বাঁচনের।
সামগ্রিকভাবে ভারতকে অবশ্য এখনও ছন্দে দেখায়নি। ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা বলেই দিয়েছেন, ‘আমরা এখনও সেরা ক্রিকেট মেলে ধরিনি।’ ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের চোট নিয়ে উদ্বেগ অবশ্য কেটেছে। পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়ার শেষ পর্যায়ে ঘাড়ের পিছন দিকে চোট পান তিনি। মান্ধানা অবশ্য আশ্বস্ত করেছেন, হরমনপ্রীতের কোনও সমস্যা হচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য তিনি ফিট। ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে যা স্বস্তির খবর।
মুশকিল হল, বিশ্বকাপে স্মৃতির নিজের ফর্মও অস্বস্তিতে রাখছে। দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ১২ ও ৭ রান। বাড়তি ডটবল খেলা নিয়ে নিজের উপরই অসন্তুষ্ট তিনি। অন্য ওপেনার শেফালি ভার্মা দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৩৪। তার মধ্যে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে মূল্যবান ৩২ রয়েছে। তবে দুই ওপেনারকেই প্রত্যাশামতো বিস্ফোরক মেজাজে দেখতে পাওয়া যায়নি। রানের গতি বাড়াতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দু’জনকে শুরুতে ঝড় তুলতেই হবে। মিডল অর্ডারে জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ ও দীপ্তি শর্মার থেকে দায়িত্বশীল ইনিংস চাইছে টিম ম্যানেজমেন্ট।
চোট সারিয়ে ফিরতে পারেন অলরাউন্ডার পূজা বস্ত্রকারও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ভারতীয় বোলিংয়ে লেগ স্পিনার আশা শোভনা, অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল নিজেদের ভূমিকায় যথাযথ। দীপ্তিও বল হাতে ছন্দে রয়েছেন।
শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু অবশ্য চিন্তায় রাখছেন ভারতীয় দলকে। তাঁকে দ্রুত ড্রেসিং-রুমে ফেরানোই চ্যালেঞ্জ রেণুকা সিংদের। কয়েক মাস আগে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা দেখিয়েছে শুধু চামারির উপরই বড় রানের জন্য তারা নির্ভর করছে না। সেই পরাজয় এখনও টাটকা মান্ধানা, দীপ্তিদের স্মৃতিতে। পরিসংখ্যানে অবশ্য শ্রীলঙ্কার তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। মুখোমুখি সাক্ষাতে ১৯বার জিতেছে টিম ইন্ডিয়া। হার মাত্র পাঁচবার। তবে শেষ সাক্ষাতে পরাজিত হয়েছেন হরমনপ্রীতরা। বুধবারের দুবাইয়ে তারই প্রতিশোধ নেওয়ার মঞ্চ প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =