পুরুলিয়ার আদ্রায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনার কিনারা করতে পুলিশ সিসি ক্যামেরার সাহায্য নিল

পুরুলিয়ার রেলশহর আদ্রায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনার কিনারা করতে পুলিশ সিসি ক্যামেরার সাহায্য নিল। সোমবারের ঘটনার পর মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পাশাপাশি মঙ্গলবার পুলিশের একটি টিম ঝাড়খণ্ডের বোকারোতে গিয়েছে। এছাড়া আদ্রা থেকে যে রাস্তা ধরে সহজেই ঝাড়খণ্ডে পৌঁছনো যায় সেই সমস্ত রাস্তার সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, দুই দুষ্কৃতী একটি মোটরবাইকে করে এসেছিল।

প্রসঙ্গত, সোমবার ভর দুপুরে গামছায় মুখ বাঁধা অবস্থায় দুই যুবক রেলশহর আদ্রার রেল ইয়ার্ডে এসে প্রথমে খোঁজ করছিল ঠিকাদারের। সে ঘটনাস্থলে হাজির না থাকায় একটি হুমকি চিঠি তুলে দেয় মালগাড়ির পরিত্যক্ত কামরার লোহা কাটার কাজে ব্যস্ত শ্রমিকদের হাতে। তার পরই তারা ৯ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালায় কর্মরত শ্রমিকদের ওপর। ওই গুলিতেই জখম হন বছর বাইশের অনিল কুমার সাউ ও বছর পঁয়ত্রিশের তারক দে নামের দুই শ্রমিক। তাদের দু’জনকেই রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। রেলের ঠিকাদারি কাজের বিবাদের জেরেই এই ঘটনা বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।

পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেছেন, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =