তারাপীঠ : দ্বারকা নদের দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয়ে গেল তারাপীঠ শ্মশান-সহ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি জলের তলায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অন্যদিকে শ্মশানের ইলেকট্রিক চুল্লির ট্রান্সফরমার জলের তলায় চলে যাওয়ায় বন্ধ শবদাহ।
তারাপীঠের রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি দ্বারকা নদের ধারে থাকা একাধিক লজ জলমগ্ন হয়ে পড়েছে। একতলায় ঢুকে পড়েছে জল।
এদিকে, অতিবৃষ্টির কারণে কুয়ে নদীর জল বিপদ সীমার উপরে উঠে গিয়েছে। যার ফলে ডুবেছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। প্রায় বুক পর্যন্ত জলমগ্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে বন্ধ পুজো। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত স্থানীয় কঙ্কালীতলা পঞ্চায়েত ও শান্তিনিকেতন থানার পুলিশ।