মানিকের জামিনের খবরে তৃণমূলের উৎসবে তোপ বিরোধীদের

নদিয়া : প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের খবর পেয়ে বৃহস্পতিবার তৃণমূল যে উৎসবে মাতে, তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী বাম এবং বিজেপি।

কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বলেন, “দুর্নীতির দায়ে প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। তৃণমূল তাঁকে স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা দিয়ে বরণ করছে। এটা শুধু নিন্দার না, গোটা সমাজের কাছে লজ্জার।”

সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য সুবোধ বিশ্বাসের কথায়, “আরাবুল ইসলাম, মদন মিত্রের পর মানিক ভট্টাচার্য। দুর্নীতিগ্রস্তদের বরণ করে নেওয়া তৃণমূলের সংস্কৃতি। এটা গোটা রাজ্যের জন্য লজ্জার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =