গৃহীত হল পদত্যাগপত্র, বজরং ও ভিনেশের ইস্তফা গ্রহণ করলো উত্তর রেল

নয়াদিল্লি : কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাটের পদত্যাগপত্র গ্রহণ করলো উত্তর রেল। সোমবার রেলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

উত্তর রেল জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাটের পাঠানো ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে।

ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ৬ সেপ্টেম্বর রেল থেকে ইস্তফা দেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট। রেল থেকে ইস্তফা দেওয়ার পরই উভয়ে যোগদান করেন কংগ্রেসে। ইস্তফা দেওয়ার দু’দিন পর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বজরং পুনিয়া ও ভিনেশের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =