পুলিশকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হয়নি অভিযুক্ত

বাসন্তী : রাজ্য জুড়ে যখন আর জি কর কান্ড নিয়ে পথে নেমেছেন নাগরিক সমাজ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষজন, মহিলাদের নিরাপত্তা চাইছেন সকলেই, রাত দখলের লড়াইয়ে নেমে নিজেদের সমানাধিকারের কথা তুলে ধরছেন মহিলারা, ঠিক তখন আরও এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল।

এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। এক গৃহবধূকে দিনের পর দিন কটূক্তি, তাঁকে কু নজরে দেখা তো ছিলই। এবার ভর সন্ধ্যায় তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর স্বামী পুলিশে চাকরি করেন, কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছোট তিন সন্তান নিয়ে তিনি একাই থাকেন।

শুক্রবার সন্তানরা টিউশন পড়তে গেলে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ছাগল ঢুকিয়ে দিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেসময় তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসেন। তখন ওই গৃহবধূকেই অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। তবে রবিবার সকাল পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। নির্যাতিতা প্রশ্ন তুলেছেন, একজন পুলিশকর্মীর স্ত্রী হয়েও তাঁর যখন নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =