নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে, বাংলায় প্রভাব সামান্যই

কলকাতা : সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে। ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না পশ্চিম ভারতে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ।

মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার বিকেলের পর থেকে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে। মৌসুমী অক্ষরেখার সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে উজ্জয়িন মান্ডলা বিলাসপুর এবং চাঁদবালি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। তবে নিম্নচাপের অভিমুখ ঘুরে যাওয়ায় এর কার্যত কোনো প্রভাব পড়বে না বঙ্গে।

তবে শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও সোমবার থেকে ক্রমশঃ কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু-এক পশলা চলবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরশু থেকে অনেকটা কমবে বৃষ্টি। ভাদ্র মাসের চড়া রোদের ঝাঁঝ বাড়বে।

এদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

শনিবার কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বিকেলে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ৫.৩ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 5 =