কলকাতা : ভুবনেশ্বর থেকে সরাসরি কলকাতায়। এখন থেকে তাদের নতুন ঠিকানা হলো আলিপুর চিড়িয়াখানা। নন্দনকানন থেকে কলকাতায় পৌঁছেছে একজোড়া সিংহ, একটি বাঘিনী, দুটি স্ত্রী হিমালয়ান কালো ভল্লুক ও দুই জোড়া বিরল প্রজাতির মাউস ডিয়ার। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা এই খবর জানিয়েছেন।
চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত এ প্রসঙ্গে আরও জানান, নন্দনকানন থেকে আটটি বন্য প্রাণ সদ্য আনা হয়েছে। ওই দলে রয়েছে – একটি সিংহ, একটি বাঘিনী, একজোড়া অর্থাৎ দুটি কালো ভল্লুক, চারটি ইদুঁর হরিণ। তাদের জন্য নির্দিষ্ট করা স্থানে নিরাপদেই রাখা হয়েছে।
কমপক্ষে ৭-১০ দিন লাগবে তাদের এই পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে এবং শীঘ্রই আগত দর্শকরা তাদের সশরীরে দেখার সুযোগ পেতে চলেছেন। প্রসঙ্গতঃ এই মুহূর্তে কলকাতা চিড়িয়াখানায় সিংহের সংখ্যা বেড়ে হল ছয়, বাঘের সংখ্যা নয়, কালো ভল্লুক এর সংখ্যা চার।