কলকাতা : একটানা বৃষ্টি ও গঙ্গায় জোয়ার এক জোড়া সাঁড়াশি আক্রমণে কলকাতা টার্মিনাল জলমগ্ন। রেললাইন ঢাকা পড়েছে জলের তলায়। এর উপর নিকাশি ব্যবস্থা ভালো নয় কলকাতা পুরসভার।
ফলে জল নামছে না। চটজলদি এর রেহাই নেই। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেন যাতায়াতের ক্ষেত্রে বিলম্ব ঘটছে। দূরপাল্লার পাশাপাশি শহরতলির ট্রেন পরিষেবা স্বাভাবিক ভাবেই ব্যাহত হচ্ছে। বিশেষ করে চক্ররেল পরিষেবায় প্রভাব পড়েছে।
জনসংযোগ দফতর সূত্রে জানা গিয়েছে, বড়বাজার ও বিবাদ বাগ স্টেশনের মাঝে হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর নিচে মল্লিকঘাট ফুলবাজার সংলগ্ন এলাকায় জল রয়েছে ট্রাকে। সেই সঙ্গে বিধাননগর ও দক্ষিণ দাঁড়ি এলাকায় যথাক্রমে ব্রীজ নং ২০ এবং ১৬-এ কাছে রেললাইনের ট্রাক জলের নিচে রয়েছে।
পাশেই রয়েছে একটি পুকুর। জলের স্তর লাইনের সমান। এর মাঝেই কেষ্টপুর খালের জল উপচে ঢুকে পড়েছে। সর্বোপরি গঙ্গার জোয়ারের জলে বাড়ছে বিপদ। বন্ধ হয়ে পড়ার উপক্রম রেল পরিষেবা।