আর জি কর কাণ্ডে এবার সরব খোদ রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি : কলকাতায় আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার রাষ্ট্রপতি বলেন,”নির্ভয়া কাণ্ড ঘটেছে ১২ বছর আগে। এতদিনেও মেয়েদের উপর এমন অত্যাচার বন্ধ করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক।” সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এও জানান, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তিনি হতাশ ও খুবই আতঙ্কিত।

এদিন ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “এনাফ ইজ এনাফ (অনেক হয়েছে), মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।” তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে “ভয়ংকর এবং হতাশাজনক” বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =