পশ্চিমবঙ্গে মা, মাটি ও মানুষ নিরাপদ নয় : শেহজাদ পুনাওয়ালা

নয়াদিল্লি : আর জি করের ঘটনার প্রেক্ষিতে ফের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর মতে, পশ্চিমবঙ্গে মা, মাটি ও মানুষ এখন নিরাপদ নয়।

শেহজাদ বুধবার বলেন, “এটা এখন স্পষ্ট যে ‘একনায়ক দিদি’-র অধীনে- মা, মাটি, মানুষ নিরাপদ নয় এবং শুধুমাত্র ‘ধর্ষক, ‘বোমাবাজ’ নিরাপদ৷ গতকাল আমরা প্রতিটি প্রচেষ্টা দেখেছি৷

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি চালানো ঘটনায় শেহজাদ পুনাওয়ালা বলেছেন, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, আহত হয়েছেন আমাদের নেতা। গতকাল নবান্ন অভিযানের সময় সাধারণ মানুষের ওপর পুলিশি লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ারও নিন্দা করেছেন শেহজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =