বুধবার বনধ হবে না, সরকারি কাজে আসার নির্দেশ

কলকাতা : বুধবার রাজ্যে বনধ হবে না, জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্যের অর্থ দফতর থেকেও এল নির্দেশিকা। না এলে কারণ দর্শাতে হবে।

সরকারি কর্মীদের কেউ যদি বুধবার অনুপস্থিত থাকেন তাহলে তাঁকে শোকজ করা হবে। মঙ্গলবার যাঁরা ছুটিতে আছেন, বুধবার তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে এক বিবৃতি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতর থেকে।

বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠি এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধ। যদিও আলাপনবাবুর নির্দেশ, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। দোকানপাটও থাকবে খোলা। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।”

বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ যদিও সেই আহ্বান নস্যাৎ করে আলাপনবাবু জানালেন, সরকার এই বনধ মানবে না। সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =