মন কি বাতে ঝাবুয়ার সাফাইকর্মীদের প্রশংসা মোদীর

নয়াদিল্লি : ভারতের ভিত মজবুত করতে এই শতকে অনেক কিছু হচ্ছে৷ রবিবার ১১৩তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তেমনই কিছু উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, প্রতি মাসেই তিনি নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ।

রবিবার ১১৩তম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ঝাবুয়ার সাফাইকর্মীদের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বর্জ্যকে শিল্পে রূপান্তরিত করার জন্য তাঁদের যে অসাধারণ উদ্যোগ তারই এদিন তিনি প্রশংসা করেন। তিনি বলেন, এঁরা প্লাস্টিক বর্জ্য, টায়ার এবং বোতল থেকে অত্যাশ্চর্য ভাস্কর্য এবং আসবাবপত্র তৈরি করেছে, যা ‘ওয়েস্ট টু ওয়েলথ’ দর্শনকেই দৃঢ় করে।

এই সৃজনশীল প্রয়াস শুধুমাত্র একটি স্থানীয় পার্ককেই সুন্দর করেনি বরং আশেপাশের জেলার মানুষদেরও আকৃষ্ট করেছে। এটা পুনর্ব্যবহারযোগ্য শক্তির বিষয়কেই প্রদর্শন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =