আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বাংলাদেশেও মেয়েদের রাতে সমাবেশ

চট্টগ্রাম : আর জি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে আন্দোলন হয়েছে। শুক্রবার রাতে এর সমর্থনে রাতের ঢাকা, চট্টগ্রামের দখল নিল বাংলাদেশের প্রচুর মেয়ে। দেশটির কিছু জেলায় একইভাবে মহিলাদের জমায়েতের খবর এসেছে।

গভীর রাত পর্যন্ত বড় জমায়েত হয় ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে কয়েক হাজার নারী মোমবাতি হাতে হাজির হয়ে আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুনের শিকার চিকিৎসক এবং বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।

সেখানে হাজির ছিলেন ঢাকা-সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। সেখানে রাতভর চলে ভাষণ, প্রতিবাদী গান ও স্লোগান। উপস্থিত নানা বয়সের নারীরা সমাজকে পুরুষতন্ত্রের জাঁতাকল থেকে মুক্ত করার কথা বলেন।

এপারের মতো ওপারেও মহিলাদের আন্দোলনে হাজির ছিলেন বহু পুরুষ। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানের সমাবেশে বড় ব্যানারে লেখা ছিল ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’, অর্থাৎ মেয়েরা রাত দখল করো। চট্টগ্রামের জমায়েতে বাংলাদেশে ধর্ষণ-খুনের শিকার হওয়া নারীদের স্মরণ করা হয়।

রাত দখলের আন্দোলন হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা হাসিনা উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =