দুর্ঘটনার কবলে সবরমতী এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু রেলের

কানপুর : উত্তর প্রদেশের কানপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস। শনিবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ রেললাইনে থাকা কোনও বস্তুর (বোল্ডার) সঙ্গে ধাক্কা লাগার পরই সবরমতী এক্সপ্রেস বেলাইন হয়ে যায়।

কানপুর ও ভিমসেন স্টেশনের মাঝে আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেসের মোট ২২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, সৌভাগ্যবশত এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পরই রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল : ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯, ০৫১২-২৩২৩০১৮, ০৫১২-২৩২৩০১৬, ০৫১২-২৩২৩০১৫, ০৫৪৪-২২২০০৯৭, ৭৩৯২৯৬৪৬২২, ০৫৩২-২৬৯৭২৫২, ৮৮৪০৩৭৭৮৯৩, ৭৫২৫০০১২৪৯, ৭৫২৫০০১৩৩৬ এবং ৭৫০৫৭২০১৮৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =