আরজি কর কাণ্ডে লালবাজারের তরফে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস ফেসবুকে

কলকাতা : আর জি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যে প্রতিবাদ শুরু হয়েছে। এই আবহে লালবাজারের তরফে ফেসবুকে পোস্ট করে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হল।

সোমবার একটি নাতিদীর্ঘ ফেসবুক পোস্টে পুলিশের উপর ভরসা রাখার আর্জি জানানো হয়েছে। এর পাশাপাশি লালবাজারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, দ্রুত ন্যায়বিচার হবে।

যুবতী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যেই প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যের বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ কিংবা আপৎকালীন, সব বিভাগেই পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। আন্দোলন করছে একাধিক নাগরিক সংগঠনও।

লালবাজারের তরফে পোস্টে লেখা হয়েছে, “আর জি কর মেডিক্যাল কলেজে যে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এই কঠিন সময়ে আমরা সর্বান্তঃকরণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + seven =