বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের

নয়াদিল্লি : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠক শুরু হয় সংসদে। সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা পরিস্থিতি বর্ণনা করেন সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়া বিভিন্ন দলের সাংসদদের কাছে।

কেন্দ্রীয় সরকারের ডাকা এই সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু-সহ সরকার পক্ষের একাধিক প্রতিনিধি। পাশাপাশি উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি-সহ বিরোধী দলের সাংসদরা।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে সংরক্ষণ বিরোধিতায় আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। প্রাথমিকভাবে ছাত্র আন্দোলন বলে শুরু হলেও পরবর্তীকালে সেই আন্দোলন সর্বাত্মক আকার নেয়। সেই আন্দোলনের আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। সোমবার বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়। দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তিনি চলে আসেন ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =