শ্রীরামপুরে সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন, গ্রেপ্তার ভাই-সহ সুপারি কিলার

সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় হুগলি জেলা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পত্তির লোভে মাত্র  ২৫ হাজার টাকার চুক্তিতে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করানোর অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় ভাইয়ের সঙ্গে নাকি আরও দুই জন সাগরেদ জড়িত রয়েছে। এই ঘটনায় পুলিশ  ভাই-সহ দু’জনকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে, হুগলি জেলার শ্রীরামপুরের রাজ্যধরপুর  এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভাইয়ের নাম উজ্জ্বল দাস। মৃত বড় ভাইয়ের নাম গৌতম দাস। মৃতের ছোট ভাই উৎপল দাদাকে না পাওয়া যাওয়ায় অভিযোগ দায়ের করেন শ্রীরামপুর থানায়। তদন্তে নামে পুলিশ। প্রথমে কৃষ্ণ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মাঠপাড়ার বছর তিরিশে কৃষ্ণ পুলিশের নজরে ছিল তার অসামাজিক কাজের জন্য। কৃষ্ণকে জেরা করে উজ্জ্বলকে আটক করে। দু’জনকে জেরা করে খুন ও খুনের কারণ জানতে পারে পুলিশ। সম্পত্তির লোভে কৃষ্ণকে খুনের ভার দেয় উজ্জ্বল। জানা গিয়েছে, ২৫  হাজার টাকায় রফা হয়। অগ্রিম পাঁচ হাজার টাকা দেয় কৃষ্ণকে। এদিন ধৃতদের পুলিশ আদালতে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =