বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে দেশ ছাড়লেন বোন রেহানা

ঢাকা : : অশান্ত বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন।

এই সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে বাংলাদেশে সংঘর্ষ-হিংসায় অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ পুলিশ সদস্য রয়েছেন। সোমবার দেশজুড়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ফের সচল হয়েছে।

সোমবার দুপুর দেড়টা নাগাদ প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট ও পরে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =