নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছিল, এই দু’দিনের বৃষ্টির জেরে ধান চাষের ক্ষেত্রে সেই সংকট অনেকটাই কেটে গেল বলে জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, ‘গত দু’দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা-সহ ধান উৎপাদক জেলাগুলিতে ভালো বৃষ্টি হওয়ার রিপোর্ট মিলেছে। বেশিরভাগ জায়গায় ধান রোপনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আর দুয়েক দিন এই বৃষ্টি চললে কৃষিতে উদ্ভূত সংকট পুরোপুরি কেটে যাবে।’ তিনি আরও বলেন, ‘এবার বর্ষা বিলম্বিত হওয়ায় ধান রোপনের চূড়ান্তসীমা ১৫ই আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছিল। কিন্তু তার আগেই সংকট কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।’ একই সঙ্গে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের নজরদারিতে বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী।