ফের রেল দুর্ঘটনা! কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা : গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে দেশবাসী। ট্রেন যাত্রা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোরেই দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি (শিবাজী মহারাজ টার্মিনাস) এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি। মৃত্যু হয়েছে দু’জনের। জখম কমপক্ষে ২০ জন।

আর এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আরও একটি বিপর্যয়কর রেল দুর্ঘটনা!

আজ ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে হাওড়া-মুম্বই মেইল ​​লাইনচ্যুত, একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক পরিণতি। আমি গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করছি: এটি কি শাসন? আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?” যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =