কলকাতা : সোমবার ডুরান্ড কাপ অভিযানে নামছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। তাদের প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনার দল। গতবার ডুরান্ড কাপে ফাইনালে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার তারা ডুরান্ড জিততে বদ্ধপরিকর। এই মাসের শুরু থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে খেলে নিয়েছে কয়েকটা প্রস্তুতি ম্যাচও। ডুরান্ডের পরেই আগস্টের ১৪ তারিখে রয়েছে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স কোয়ালিফাইং রাউন্ডের খেলা।
সোমবার ডুরান্ডে বায়ুসেনার বিরুদ্ধে নামার আগে চোট আঘাতে জর্জরিত লাল হলুদ ব্রিগেড। চোটের কারণে প্রথম ম্যাচে নেই অধিনায়ক ক্লেটন সিলভা আর নন্দকুমার। আর চোটের জন্য নেই নিশু কুমার। তিনি দুমাস মাঠের বাইরে। এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই দলকে নামাতে হচ্ছে কুয়াদ্রাতকে।
তবে সোমবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে দিমিত্রিয়াস ডায়ামান্টাকোস, মাদিহ তালাল ও জিকসন সিংএ–র। কম শক্তিধর দল বায়ু সেনার বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় পেতে চাইছে লাল-হলুদ শিবির। গ্রুপ অব ডেথে রয়েছে ইস্টবেঙ্গল। এ নিয়ে চিন্তাভাবনা করছেন না লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি নিজের দলের উপর যথেষ্ট ভরসা রাখছেন।