কলকাতা লিগের ব্যর্থতা ডুরান্ডে ঘোচাল মোহনবাগান। ডুরান্ড কাপের অভিযানে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসিকে ১-০ গোলে হারাল গত বারের চ্যাম্পিয়নরা। জয় পেতে বেশ বেগ পেতে হল বাস্তব রায়ের ছেলেদের। ডুরান্ডের প্রথম ম্যাচের জন্য কোনও রকমে ১৫ জনের স্কোয়াড নিয়ে যুবভারতীতে খেলতে আসে মোহনবাগান। ছন্নছাড়া প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও মিস পাসের বহর দুই দলের।
কাশ্মীরের দল গোল ছাড়া সব কিছু করল। অন্যদিকে মোহনবাগানের সুহেল ভাট শুধু কাজের কাজ করলেন। ৭৩ মিনিটে নিজের ঘরের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান কাশ্মীর তনয়। আশিস রাইয়ের পাস থেকে গোল করে যান সুহেল। বাগান জার্সিতে অভিষেকেই ক্যাপ্টেন্সি করলেন টম অ্যালড্রেড।
প্রথমার্ধে ডাউনটাউনের স্নর্টন, আসরার, বাসিতরা বাগান বক্সে অনেকবার হানা দিয়েও খেই হারিয়ে ফেললেন। কলকাতা লিগের যে কোনও দল এই ডাউনটাউনের থেকে অনেক ভালো ফুটবল খেলতে পারে। উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে মেরেকেটে হাজার পাঁচেক দর্শক দেখা গেল। মোহনবাগান-ডাউনটাউনের ম্যাচ দেখে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। সহকারী দিমাস ডেলগাদোকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষদের মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ।