কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর সান্ধ্য বিভাগের এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যেবেলায় এই ঘটনাটি ঘটে। বর্তমানে ওই ছাত্র কেপিসি মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং সেখানে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বক্তব্য অনুযায়ী, ওই ছাত্রের বিরুদ্ধে হোস্টেলে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রায় ৭০-৮০ জন ছাত্র মিলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ছেলেটি।
ঘটনা জানাজানি হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিন্টেড হোস্টেলে পৌঁছান। তার অভিযোগ, প্রথমে তাকে ওই ছাত্রের কাছে যেতে বাধা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তিনি একটি অ্যাম্বুলেন্স নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে দেখতে পান যে ছাত্রটি অসুস্থ অবস্থায় বসে আছে এবং তাকে ঘিরে রয়েছে আরও কয়েকজন ছাত্র।
মেডিকেল সুপারিন্টেড জানান, “কোনও র্যাগিং বা নিগ্রহ হয়নি। ছেলেটি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলেই আমি হোস্টেলে গিয়েছিলাম।” বর্তমানে ওই ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার পরিবার ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।