বাংলাদেশে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন মেহবুবা, চিঠি লিখলেন জয়শঙ্করকে

শ্রীনগর : ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে সংশয়ে রয়েছে ভারতও। এবার বাংলাদেশে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি।

পিডিপি নেত্রীর অনুরোধ, বাংলাদেশে পাঠরত শতাধিক কাশ্মীরি পড়ুয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, বাংলাদেশে আন্দোলন থামার কোনও লক্ষণই নেই। এই পরিস্থিতিতে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতীয় রেল ও সড়ক পরিবহণ মন্ত্রকের শীর্ষকর্তারা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। দিল্লিতে বাংলাদেশ হাই-কমিশনের দফতরের বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলাদেশের পরিস্থিতি এখন যথেষ্ট চিন্তাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =