নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ‘বাংলার বিভিন্ন প্রান্তে সম্প্রীতির অনেক ছবি উঠে আসে, যেটাকে বিজেপি নষ্ট করে তাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে।’ মঙ্গলবার বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্র্যাফিক কলোনিতে খুঁটিপুজোর সূচনা করতে এসে এভাবেই মোদি সরকারে আক্রমণ করলেন সাংসদ কীর্তি আজাদ।
খুঁটিপুজোর সূচনা করতে এসে সাংসদ কীর্তি আজাদ বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোঁচা দিয়ে বললেন, ‘বিজেপি-হিন্দু মুসলিমের মধ্যে ধর্মের বিভাজন করে শুধু দাঙ্গা লাগানোর চেষ্টা করে। বাংলার মানুষ সেটা বুঝে গিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে সম্প্রীতির এমন অনেক ছবি উঠে আসে, যেটাকে বিজেপি নষ্ট করে বিজেপি তাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে।’
সাংসদ কীর্তি আজাদ ও বিধায়ক খোকন দাসের হাত ধরে খুঁটি পুজোর সূচনা হল বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্র্যাফিক কলোনিতে। হাতে গোনা বাকি আর মাত্র তিন মাস প্রায়। আর দুর্গাপুজো বলতেই কলকাতার পর নাম আসে বর্ধমানের। বর্ধমানের বড় বড় বেশ কয়েকটি পূজার মধ্যে বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্র্যাফিক কলোনির পুজো অন্যতম। তাদের এ বছরের পুজো ১০১তম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরেই এই পুজোর নতুনত্ব চমক থাকে। এ বছরও সেই একই রকম চমক নিয়ে তাদের এ বছরের থিম তাঁরা চমক রেখেছেন। চারটি ধামের মধ্যে যে কোনও একটি ধাম মণ্ডপ হবে। কিন্তু থিম কী হবে তা এখনও নাম প্রকাশ করেনি পুজো কমিটির সম্পাদক নুরুল আলম।