এবার নিজের মাতৃভাষাতেই পরা যাবে হোয়াটঅ্যাপ মেসেজ

নয়াদিল্লি : হোয়াটঅ্যাপ! বর্তমান সময়ে দাঁড়িয়ে এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আড্ডার আসরই হোক বা অফিসিয়াল কথোপকথন, ছবি-ভিডিও লেনদেনই হোক বা রোজগারের সুযোগ, ভিডিও কলে বর্তমানে ৩২ জনকে যুক্ত করতে দেওয়া, এমনকী সদ্য যোগ হওয়া ‘এআই’ ফিচার সবেই এখন একমেবাদ্বিতীয়ম মুঠো ফোনের এই অ্যাপ্লিকেশনটি। আবারও অ্যাপটিতে নতুন ফিচার যোগ করতে চলেছে জুকারবার্গের সংস্থা।

নতুন এই ফিচারে নিজের মাতৃভাষাতেই মেসেজ পড়ার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট অপশন অন করে দিলেই হল। সমস্ত মেসেজকেই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই আপডেটেড ফিচার।

আর এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ও কোনওভাবেই ব্যাহত হবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনও ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ, তাতে রূপান্তরিত করে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + four =