শনিবার মরসুমের প্রথম ডার্বি। পাঁচ বছর পর কলকাতা লিগের বড় ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। আনোয়ার বিতর্কের মাঝেই শনিবার বড় ম্যাচ। উত্তর চড়ছে ময়দানে। সরগরম বটতলা। মাঠের ডার্বির আগেই মাঠের বাইরের ডার্বি শুরু হয়ে গিয়েছে।
কলকাতা লিগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। লিগের দুটো ম্যাচ জিতে চনমনে সুব্রত মুর্মু, জেসিন টিকেরা। বিনো জর্জের ছেলেরা আত্মবিশ্বাসে ভরপুর। বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিলেন বেশ কিছু সিনিয়র ফুটবলার। গোলকিপার দেবজিৎ মজুমদার, ভিপি সুহের, ডেভিড, বিষ্ণুরা অনুশীলন করলেন দলের সঙ্গে। এদিকে অনুশীলনের সময় ইস্টবেঙ্গলের দুই ফুটবলার অমন সিকে আর জেসিন টিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কোচ বিনো জর্জ এসে পরিস্থিতি সামাল দেন। লাল-হলুদ কোচ ডার্বির আগে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে মোহনবাগান দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।
অন্যদিকে মোহনবাগান কলকাতা লিগে একেবারেই ছন্দে নেই। লিগের দুটো ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন। দলের সঙ্গে অনুশীলন করলেন দুই সিনিয়র ফুটবলার গ্লেন মার্টিনস আর আশিক কুরুনিয়ান। তবে চোট পুরোপুরি না সারায় আশিক অনিশ্চিত। শিবাজিতেরও চোট রয়েছে। চোট সারিয়ে ফিট দীপেন্দু বিশ্বাস। সেক্ষেত্রে বড় ম্যাচে দলনায়কের আর্মব্যান্ড পরে মাঠে দেখা যেতে পারে দীপেন্দুকে। কলকাতা লিগের বড় ম্যাচ। বিদেশিহীন ডার্বিতে নায়ক হয়ে ওঠার পালা সায়ন, সুহেলদের সামনে।