সদ্য বার্বাডোজে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। এর সঙ্গে সঙ্গেই ক্রিকেটের শর্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ জয়ের পর দেশে সেলিব্রেশন পর্ব শেষ হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা বর্তমানে পরিবারের সঙ্গে ছুটিতে। এরই মধ্যে ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য পরিষ্কার করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। কুড়ি ওভারের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে জয় শাহ বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি।
রোহিত শর্মার অধিনায়কত্বে আমরা দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হব।’ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও জয় শাহ জানিয়েছিলেন, আমেদাবাদে ভারত হারলেও কুড়ি ওভারের বিশ্বকাপ ভারতই জিতবে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই সিনিয়র ক্রিকেটাররাও ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়বেন। সামনের বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পাকিস্তানে। তবে ভারত সেখানে খেলতে যাবে কিনা তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি বোর্ডের তরফে।