কেরলের ছায়া এবার পশ্চিমবঙ্গেও। মিডল বাঙ্কের শিকল খুলে আহত হলেন এক যাত্রী। রবিবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ ঢোকার সময়ে লোয়ার বাঙ্কে বসেছিলেন বিমলেন্দু রায়। আচমকা তার মাথায় খুলে পড়ে শিকল। মাথা থেকে রক্ত বেরোতে থাকে। অভিযোগ, শিয়ালদহ স্টেশনে ঘটনা ঘটলেও রেলের কোনও ডাক্তারকে হাতের কাছে পাননি তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের উদ্যোগে রেলের কর্মরত টিটিই তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, জুন মাসেই কেরলে বৃদ্ধ যাত্রীর ওপর ভেঙে পড়েছিল ট্রেনের আপার বার্থ। আচমকা এই ঘটনার ফলে মৃত্যু হয়েছিল ওই যাত্রীর। কেরল থেকে নয়া দিল্লিগামী এর্নাকুলাম-হযরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে (১২৬৪৫) ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এরই মধ্যে খাস কলকাতায় ঘটল এই ঘটনা। ফলে ফের সমালোচনার মুখে রেল।