তিন তিনবার যাত্রা শুরুর ঘোষণা করেও বাতিল বিমান। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকেন দমদম বিমানবন্দরের যাত্রীদের একাংশ। তাতেই চরমে ওঠে যাত্রীদের ক্ষোভ। এরপর এই ক্ষোভে বদলায় বিক্ষোভেও। সূত্রের খবর, শনিবার বিকাল ৪টে বেজে ১৫ মিনিটে কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের। যথা সময়ে চলেও এসেছিলেন যাত্রীরা। এয়ারপোর্টের রীতিনীতি, চেকিংয়ের রীতি শেষ হওয়ার পর সব সবাই বিমানে ওঠার তোড়জোড় করছেন তখনই ঘোষণা করা হয়, নির্ধারিত সময়ে ছাড়বে না বিমানটি। সঙ্গে এও জানানো হয় রাত আটটা বেজে পাঁচ মিনিটে বিমানটি কলকাতা ছেড়ে ভুবনেশ্বর যাবে। যদিও আচমকা এই ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। বাড়তে থাকে উৎকণ্ঠা। তখন থেকেই যাত্রীদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। ফের একবার বিমানে ওঠার মুখে আসে নতুন ঘোষণা। জানানো হয়, রাত ৯টা বেজে ৪০ মিনিটে ছাড়বে বিমানটি। ফের প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন যাত্রীরা। কিন্তু, এখানেই ঘটনার শেষ নয়। দীর্ঘ অপেক্ষার পরেও শেষ পর্যন্ত জানানো হয় ছাড়বেই না বিমানটি। অর্থাৎ এটি বাতিল করা হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভ শুরু হয়ে যায় কলকাতা বিমানবন্দর চত্বরে। যাত্রীদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সংস্থা।