আর কয়েকঘন্টার অপেক্ষা। রাত পোহালেই বিশ্বজয়ীরা পা রাখবে দেশের মাটিতে। বৃহস্পতিবার ভোর ৬.২০ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিত, বিরাটরা। আশা করা যায়, বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে প্রচুর সমর্থক বিমানবন্দরে জমায়েত হবে। সেটা মাথায় রেখেই বিমানবন্দর এবং হোটেলে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি আইটিসি মৌর্য হোটেলে যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দর থেকে তাঁদের এসকর্ট করবে পুলিশের গাড়ি। সঙ্গে থাকবে সশস্ত্র বাহিনী। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যে রাস্তা দিয়ে যাবে টিম ইন্ডিয়া, সেখানে যথাযথ পুলিশ মোতায়েন থাকবে। হোটেল এবং সেন্ট্রাল দিল্লির কিছু রুটে প্যারা মিলিটারিও রাখা থাকবে। পুলিশের অনুমান, বিমানবন্দর থেকে শুরু করে ভারতীয় দলে যে পথে হোটেলে যাবে, সেই রাস্তায় ফ্যানরা অপেক্ষা করবে। হোটেলের বাইরেও ক্রিকেটপ্রেমীরা জমায়েত হতে পারে। বিশৃঙ্খলা এড়াতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে হোটেল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যাবেন রোহিতরা। সেখান থেকে আবার হোটেলে ফিরবেন। তারপর বিকেল চারটের বিমানে পরবর্তী গন্তব্য মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সেখানে থাকছে গ্র্যান্ড সেলিব্রেশন।